২০২৩ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমীন। তবে এরপর তাঁকে মঞ্চে দেখা যায়নি এবং তাঁর শারীরিক অবস্থাকে কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে পড়ে। এর ফলস্বরূপ, তিনি এক অডিও বার্তা দিয়ে জানান যে, গত বছর ফেব্রুয়ারিতে তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং পরবর্তী চার মাসে ৩০টি রেডিওথেরাপি নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ঢাকায় ফিরে আসেন। চিকিৎসার কঠিন সময় সম্পর্কে সাবিনা বলেন, এটি ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ, তবে তিনি মানসিকভাবে শক্ত ছিলেন এবং দেশবাসীর দোয়া ও আল্লাহর রহমতকে সঙ্গী করে এই সময় কাটিয়ে ওঠেন।
সাবিনা ইয়াসমীন তার চিকিৎসার সময় সিঙ্গাপুরে থেকেও বন্ধু মিলিয়া সাবেদের আন্তরিক ভালোবাসা ও মানসিক সমর্থন পেয়েছেন। তিনি জানান, মিলিয়া তার জন্য যা করেছে, তাতে তিনি চিরকাল ঋণী থাকবেন। সাবিনা তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের দোয়া ও ভালোবাসাই তাঁর শক্তি ও প্রেরণা। তিনি আশা প্রকাশ করেন, তিনি তাদের আশা পূরণ করতে পারবেন এবং তাদের কাছে গান গেয়ে ফিরে আসবেন। তার ফেরার খবর জানিয়ে, তিনি ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গাইবেন এবং চট্টগ্রামে আরও একটি শো করবেন।
শিল্পী সাবিনা ইয়াসমীনের সংগীত জীবন দীর্ঘ এবং তিনি ১৯৬২ সালে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর তিনি একের পর এক সিনেমায় গান গেয়ে বাংলা সংগীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সংগীত জীবনে কখনো রেওয়াজের অভ্যাস ছাড়েননি এবং এখনও প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা রেওয়াজ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমার মাধ্যমে প্রথম গান করার পর, তিনি ২০২০ সালে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে গান গেয়ে এবং প্রথমবার সুরকার হিসেবে কাজ করেন।